ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৮০৮

ভারতজুড়ে বিক্ষোভ, আসামে ৩ জন নিহত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:০৫ ১৫ ডিসেম্বর ২০১৯  

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে অচলাবস্থা ভারতে। বিক্ষোভ চলছে প্রায় সব রাজ্যে। আসামে নিহত হয়েছে ৩ জন। 
পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন তেলবাহী লরী ড্রাইভার। বিক্ষোভকারিরা লরিতে আগুন দিলে তিনি প্রাণ হারান। অন্য দুজন কিভাবে মারা গেছেন তা এখনো জানা যায়নি। আসামে এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা।
এদিকে সবচেয়ে বেশি উত্তপ্ত পশ্চিমবঙ্গ। বেশিরভাগ হামলা হয়েছে ট্রেনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিশ্চায়তা দিচ্ছেন বাংলায় এনআরসি বা নাগরিকত্ব আইন কোনটাই বাস্তবায়িত হবে না।
এদিকে নাগরিকত্ব আইন নিয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছে মেঘালয় সরকার।
ভারতের পশ্চিমবঙ্গজুড়ে শনিবারও বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজ্য সভায় পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে  ওই রাজ্যের অনেক এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। 
সংশোধিত নাগরিকত্ব আইন প্রথম চালু হবে পশ্চিমবঙ্গে। এটি ঠেকানোর ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার দল তৃণমূল কংগ্রেসের নেই বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান দিলিপ ঘোষ। দীলিপ ঘোষের এই ঘোষনার পর বিক্ষাভের আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র। 
আনন্দবাজার পত্রিকা জানায়, শনিবার বিকেল থেকে নতুন করে অবরোধ শুরু হয় দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছিতে। তবে, সবচেয়ে খারাপ চেহারা নেয় মুর্শিদাবাদ জেলা। পূর্ব রেলের লালগোলা এবং কৃষ্ণপুর স্টেশনে জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ট্রেন। আগুন লাগানো হয় লালগোলা স্টেশনে। একই সঙ্গে সুতিতে বাস পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সামশেরগঞ্জ থানায় হামলা চালানো হয়। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর